পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শতশত যানবাহন


, আপডেট করা হয়েছে : 19-08-2021

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শতশত যানবাহন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় অতিরিক্ত চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।

এদিকে, নদীর তীব্র স্রোতে ফেরির ট্রিপ সংখ্য কমে যাওয়ায় এই নৌরুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রী এবং শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌরুটে চাপ পড়েছে। এই ঘাটে পাড়ের অপেক্ষায় চার শতাধিক ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ছোট গাড়ির চাপ কম রয়েছে।

এই নৌরুটের ১৭টি ফেরি দিয়ে চলছে পারাপার। অপরদিকে আরিচা-কাজির হাট নৌরুটে ৩টি ফেরি সচল রয়েছে বলেও জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা