ঝিনাইদহে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2021

ঝিনাইদহে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনায় মৃত্যু হয়েছেন ২ জনের। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৮৭০৬ জন। সরকারি হিসাবে মোট মৃত্যুর সংখ্যা ২৪৮ জনের। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১৮১ জনের নমুনার ফলাফলে মধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২০.৪৪% ভাগ। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ২২ ও আইসোলেশনে ৭ জনসহ ২৯ জন এবং ৬টি উপজেলায় মোট ভর্তি ৪৭ জন। করোনার সাথে লড়াই করে নতুন করে ১২৪ জনসহ মোট সুস্থ হয়েছে ৬৮০৯ জন। ভর্তি ও সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ খাদিজা খাতুন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ১৯৭, শৈলকূপায় ১৮, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭, হরিণাকুন্ডে ৭ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা