ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2021

ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২২ আগস্ট থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় এই বিমান পরিসেবা চালু হবে। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দিল্লি রুটে প্রাথমকিভাবে সপ্তাহে দুই দিন- রবিবার ও বুধবার ফ্লাইট চলবে এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে তিন দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এর আগে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা