বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ১৮ কোটি ৮২ লাখের বেশি মানুষ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2021

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ১৮ কোটি ৮২ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ২১ কোটির বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৮ কোটি ৮২ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৪ লাখ ৫ হাজার ৫৭৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১ কোটি ১ লাখ ৮ হাজার ৫৭ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৬২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা