আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের ব্যাপারে যা বললেন জো বাইডেন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2021

আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের ব্যাপারে যা বললেন জো বাইডেন

আফগানিস্তান থেকে প্রত্যেক আমেরিকান নাগরিককে বের করে নিয়ে আসা পর্যন্ত সেখানে মার্কিন সেনা থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিককে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি। এমনকি মার্কিন সকল নাগরিককে প্রত্যাহারের জন্য যদি বেঁধে দেওয়া সর্বশেষ সময় ৩১ আগস্টের পর সময়সীমা বাড়ানো লাগতো, তারপরেও সেটা করতাম। খবর আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বুধবার এ কথা বলেছেন। জো বাইডেন বলেন, মার্কিনিদের এটা বোঝা উচিত যে, ৩১ আগস্টের মধ্যে আমরা এটি (সকল মার্কিনিদের প্রত্যাহার) করার চেষ্টা করবো। আপনি যদি মার্কিন বাহিনীতে থাকেন, সেখানে (আফগানিস্তানে) যদি মার্কিন নাগরিক অবশিষ্ট থাকে, তাদের সবাইকে প্রত্যাহার করে নেওয়া পর্যন্ত আমরা সেখানে থাকবো।

এদিকে, আফগানিস্তান প্রশ্নে মার্কিন ভূমিকায় তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি সদ্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও এ জন্য কটাক্ষ করতে ছাড়ছেন না। এরই মধ্যে তিনি তালেবানের হাতে মার্কিন-সমর্থক আফগান সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বাইডেনকে পদত্যাগ করতেও বলেছেন। সূত্র: বিবিসি, রয়টার্স, পার্সটুডে।

খবরে বলা হয়, বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে নতুন মর্যাদা ও শক্তিমত্তার আসনে অধিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার করলেও আফগানিস্তান প্রশ্নে ন্যক্কারজনক পরাজয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে তালেবানের হাতে আফগান সরকারের পতন বাইডেনের ‘দক্ষ রাজনীতিকের’ ভাবমূর্তিকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। কাবুল থেকে মার্কিন দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে আনার দৃশ্য ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতির কথাই অনেককে মনে করিয়ে দিয়েছে। এ ঘটনায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদসহ মার্কিন গণমাধ্যমে বাইডেনের কঠোর সমালোচনা করা হচ্ছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ধরন তথা এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করছেন মার্কিনিরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা