ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে সদর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ২১টি ল্যাপটপ ও ৩টি প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এই ল্যাপটপ তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব রিনা, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এমএএইচ মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার ও জাইকার প্রতিনিধি মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে সদর উপজেলার আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়, মজলিশপুর উচ্চ বিদ্যালয় ও মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ২১টি ল্যাপটপ ও তিনটি প্রজেক্টর তুলে দেয়া হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা