মৌলভীবাজারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 13-05-2021

মৌলভীবাজারে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক

মৌলভীবাজারে করোনার নতুন ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর হার হু হু করে বাড়তে থাকার পর ‘মহামারি এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে' বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে। ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের সঙ্গে মৌলভীবাজার জেলার ১৪টি সীমান্ত ফাঁড়ি রয়েছে। এ কারণেই জেলাজুড়ে বিরাজ করছে ভ্যারিয়েন্ট আতঙ্ক।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। জেলার ১৪ সীমান্ত ফাঁড়ি বন্ধ রাখা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)