বেসামরিক লোকদের জন্য খুলে দেওয়া হলো কাবুল বিমানবন্দর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

বেসামরিক লোকদের জন্য খুলে দেওয়া হলো কাবুল বিমানবন্দর

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর বেসামরিক লোকদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানায়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, বর্তমানে হামিদ কারজাই বিমানবন্দর নিরাপদ এবং ভিজ্যুয়াল ফ্লাইট নিয়মে পরিচালিত বেসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মিত্রদের রক্ষা করার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। আমরা তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

এর আগে বিমানবন্দরে দেশ ছাড়তে চাওয়া আফগানদের ভিড়ের কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। এর প্রেক্ষিতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান সদস্যরা। এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা