প্রাণ বাঁচাতে দিল্লিতে আশ্রয় নিলেন কান্দাহারের সাবেক পুলিশপ্রধান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

প্রাণ বাঁচাতে দিল্লিতে আশ্রয় নিলেন কান্দাহারের সাবেক পুলিশপ্রধান

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে প্রাণ ভয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন দেশটির কান্দাহার প্রদেশের সাবেক পুলিশপ্রধান তাদিন খান। তিনিসহ প্রায় দুই শতাধিক আফগান গত রবিবার দিল্লিতে পালিয়ে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়া ডট কমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ কান্দাহারের সাবেক পুলিশপ্রধান ৩৭ বছর বয়সী তাদিন খান জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে তাকে দিল্লি বিমানবন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তার সঙ্গে আসা নাজিবুল্লা আহমেদ জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি মানতে পারছেন না এই সাবেক পুলিশ কর্মকর্তা। মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। ইতোমধ্যে তাদিন খানের পরিবারের অনেক সদস্যকে হত্যা করেছে তালেবান। বাকিদের সঙ্গে আনতে পারেননি। বিপদ এড়াতে এখন আলাদা আলাদা করে তাদের আনার ব্যবস্থা হচ্ছে।

ভারতে আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের বিবেকানন্দ ফাউন্ডেশনের পরিচালক অরবিন্দ গুপ্ত বলেন, আফগানিস্তানে যেসব ব্যক্তিরা আমাদের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করতেন, মানবিক দিক বিবেচনা করে তাদের এখনই ভারতে আশ্রয় দেওয়া উচিত। এছাড়াও যারা বৈধ ভিসায় এ দেশে আসতে চায়, তাদরে সহযোগিতা করা উচিত। যাতে তালেবান তাদের ওপর প্রতিশোধ নিতে না পারে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা