ঝিনাইদহে একদিনে করোনা শনাক্ত ৪৬, মৃত্যু ৩


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

ঝিনাইদহে একদিনে করোনা শনাক্ত ৪৬, মৃত্যু ৩

 ঝিনাইদহে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ২ জন ও উপসর্গে সদরে ১ জন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃত্যুর সংখ্যা ২৪৬ জনে দাঁড়ালো। এদের মধ্যে সদরে ১৯৫, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহেশপুরে ৭ জন রয়েছে।
আজ বুধবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ২৪৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফলে ৪৬ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৯৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৬’শ ৬৯ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮ জনসহ জেলায় মোট সুস্থ ৬৬৮৫ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৩৫ ও আইসোলেশনে ৫ রয়েছে। এদের মধ্যে সদরে করোনা পজেটিভ ৩০ জন এবং ৬টি উপজেলায় মোট ভর্তি ৫৭জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা