ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল

 মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ভারতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু। দেশটিতে একদিনে ৩৫ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৪০ জন।

আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়েছে।
ভারতে করোনার সংক্রমণ বাড়লেও বাড়েনি দৈনিক মৃত্যু। গত পাঁচ দিন ধরেই সেটি ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। গোটা মহামারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের। আর মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২২ লাখ ৮৪ হাজার।

দেশটির কেরালা রাজ্যে করোনার অবস্থা সবথেকে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। ওড়িশা এবং আসামেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা