মার্কিনীদের আফগানিস্তানে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল: ট্রাম্প


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-08-2021

মার্কিনীদের আফগানিস্তানে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল: ট্রাম্প

আফগানিস্তানে সামরিক অভিযান চালানোকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।’

গতকাল মঙ্গলবার ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সাক্ষাতকারে ট্রাম্প আফগানিস্তান সম্পর্কে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাইডেন ইতিহাসের অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে আমেরিকাকে বেশি অপমানিত করেছেন।    

সাক্ষাতকারের এক পর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি... এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’

‘মধ্যপ্রাচ্যে আমেরিকার আটকে যাওয়াটাকে চোরাবালিতে পড়ার মতোই বলে মন্তব্য করেন ট্রাম্প। এর আগেও ট্রাম্প আফগানিস্তানে তালেবানের উত্থানের জন্য জো বাইডেনের সিদ্ধান্তকে দায়ী করেন। এ জন্য তিনি বাইডেনের পদত্যাগ দাবি করেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা