আফগানিস্তানে স্থিতিশীলতা দেখতে চায় সৌদি আরব


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-08-2021

আফগানিস্তানে স্থিতিশীলতা দেখতে চায় সৌদি আরব

আফগানিস্তানের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে তালেবানকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি দেশটি আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বলেও জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র দফতরের তরফে এই আহ্বান জানানো হয়।

গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি উল্লেখ করেছেন, রিয়াদ খুবই গভীরভাবে আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরণের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ। 

এদিকে, আফগানিস্তানে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, গত দুই দশকে আফগানিস্তানে তাদের নেওয়া অনেক পদক্ষেপ ভুল ছিল। এছাড়াও তিনি বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা