রৌমারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

রৌমারীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় মদসহ জাকির হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ সোমবার উপজেলার নটানপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল উপজেলার নটানপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্দেহজনক এক ব্যক্তির শরীর তল্লাশি করে। এ সময় তার কাছে ৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মুনতাসির মামুন বলেন, আটককৃত ব্যক্তিকে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা