নাটোরে ৫৬ উদ্যোক্তা পেলেন সাড়ে ৫৩ কোটির ঋণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

নাটোরে ৫৬ উদ্যোক্তা পেলেন সাড়ে ৫৩ কোটির ঋণ

নাটোরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫৬ উদ্যোক্তাকে ৫৩ কোটি ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। নাটোর সদর উপজেলার সমবায় সমিতি এই প্রণোদনা ঋণের অর্থ বিতরণ করে।

আজ সোমবার দপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এসব ঋণের চেক হস্তান্তর করেন।

এসিল্যান্ড রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বনির্ভর নাটোর ইউসিসিএ’র সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. এমদাদুল হক প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা গ্রহণকৃত ঋণের অর্থের সদ্ব্যবহারের মাধ্যমে সুবিধাভোগী সমবায়ী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। 

তারা আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ দেশের ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সুফল বয়ে নিয়ে এসেছে। দেশ আবারও উন্নয়নের মূল ধারায় এগিয়ে যাচ্ছে।

সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. এমদাদুল হক জানান, প্রদানকৃত ঋণ দুই বছর মেয়াদে মাত্র চার শতাংশ সার্ভিস চার্জে কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণ প্রদানের প্রথম ছয় মাসে কোনো কিস্তি প্রদান করতে হবে না।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা