রাজশাহীতে অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

রাজশাহীতে অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের ৭ সদস্য আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের সাতজনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে র‌্যাব-৫ অভিযান চালিয়ে তাদের আটক করে। র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
আটক সাতজন হলেন সাগর (১৯), রুবেল হোসেন (২২), দিপু ঘোষ (১৯), আজিম উদ্দিন (২৪), মাসুদ রানা (২১), জুয়েল (১৯) ও বকুল হোসেন (২১)। সবাই উপজেলার শ্রীমন্তপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া টিম জানতে পারে গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ফাঁকা কক্ষে একটি কিশোর গ্যাং অবস্থান করছে। তারা মাদকসহ অপরাধ ঘটানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছে।
 
দুপুর সাড়ে ১২টার দিকে ওই কক্ষের সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে যায়। এসময় কক্ষ থেকে ৭ জনকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বড় ছুরি, দুটি চাকু, ৩টি হাসুয়া, ৭টি মোবাইল, ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা