বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

 বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব অডিটরিয়ামে প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন আর্দশ অনুযায়ী দেশ গড়ার জন্য যে যার জায়গা থেকে কাজ করতে এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় দাবি জানান।
অলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাংবাদিক শওকত আলী বাবু, আজাদুল হক, মো. ইয়ামিন আলী  মীর জায়েসী আশরাফী জেমস, অলীপ ঘটক, শেখ আবু সাইদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত  করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা