বগুড়ায় গরু ডাকাতি মামলায় সাবেক মেয়র প্রার্থী গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

বগুড়ায় গরু ডাকাতি মামলায় সাবেক মেয়র প্রার্থী গ্রেফতার

 কোরবানির গরু বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তরুকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গরু বোঝাই ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১৫ আগস্ট) মধ্য রাতে গাবতলী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত তরু গাবতলী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। তিনি উনচুরখী মধ্যপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ১৮ জুলাই রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে কোরবানির ২১ টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই রাতে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে গরু নামানোর সময় গাবতলী মডেল থানা পুলিশ ২১টি উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা তদন্তকালে ফজলে রাব্বী তরু জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে গ্রেফতার করা হয়।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)