স্বামী রাজের গ্রেফতারের বিষয়ে বিবৃতির পর শিল্পার প্রথম পোস্ট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

স্বামী রাজের গ্রেফতারের বিষয়ে বিবৃতির পর শিল্পার প্রথম পোস্ট

 স্বামী রাজ কুন্দ্রা পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হওয়ার পর ২ আগস্ট বিবৃতি প্রকাশ করেছিলেন শিল্পা শেঠি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। ভারতের স্বাধীনতা দিবসে সেই নিরবতা ভাঙলেন। জাতীয় পতাকার গ্রাফিকাল ছবি পোস্ট করে সব ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

শিল্পার স্বামী আপাতত আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে আছেন। গত জুলাই মাসে রাজ গ্রেফতার হন পর্ন ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে। এরমধ্যে প্রতারণার অভিযোগে শিল্পা ও তার মায়ের বিরুদ্ধেও মামলা হয়েছে।
দীর্ঘ সময়ের বিরতি ভেঙে শিল্পা বড় পর্দায় ফিরেছিলেন। কিন্তু ‘হাঙ্গামা টু’ নামের সেই ছবিটিও ফ্লপের তকমা পেয়েছে। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিল্পা। সেখানেও হয়ে পড়েছেন অনিয়মিত।

ব্যক্তিজীবনের এই ঝড় শিল্পার পেশাগত জীবনকেও এলোমেলো করে দিয়েছে। গতকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শিল্পা লিখেছেন, আমার সকল ভারতীয় ভাইবোনদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা