ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামেও খুশি জেলেরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-08-2021

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামেও খুশি জেলেরা

কক্সবাজারের এবার চারিদিকে ইলিশ আর ইলিশ। এরই মধ্যে রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র। কেননা, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু পর্যাপ্ত শেড না থাকায় খোলা মাঠে রাখা হচ্ছে ইলিশ। তবে এবার ভাল দাম পেয়ে দারুণ খুশি জেলেরা।

সাগর থেকে যেসব ট্রলার ফিরছে, সেগুলোর প্রতিটিতে রয়েছে হাজারের অধিক বড় বড় ইলিশ। জেলেরা বলছেন, অতীতে আগে এত মাছ ধরা পড়েনি।

জেলেরা বলেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে বড় বড় ইলিশ। দাম ভালোই আছে। অন্যান্য বছরের তুলনায় দাম ভালো। 

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে দুটি মাছ রাখার শেড। সেখানে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা মাঠে ইলিশ রাখছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ইলিশ যদি দেশের বাইরে রফতানি হয় তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে।

শেড সংকটের বিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহছানুল হক গণমাধ্যমকে বলেন, এ সমস্যা সমাধানে আরেকটি নতুন শেড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাগরে বেশি মাছ পাওয়ায় বেড়েছে অনিরাপত্তা। ট্রলারে জলদস্যুরা হানা দিচ্ছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন ফিশিং বোট মালিক সমিতির সদস্য নাসির উদ্দিন বাচ্চু।

তিনি বলেন, সাগরে মাছ পাওয়ার কারণে জলদস্যুরা হানা দিচ্ছে। তাদের হাত থেকে বাঁচার জন্য সরকারের কাছে নিরাপত্তার আহ্বান জানাচ্ছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা