শোক দিবসে অসহায় মানুষকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

শোক দিবসে অসহায় মানুষকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ৫০ জন অসহায় দরিদ্র মানুষ পেলেন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। আজ দুপুরে রাজধানীর সবুজবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের উদ্যোগে এসব পরিবারকে পুনর্বাসন করা হয়।

এতে ১০ জনকে নতুন ১০টি রিকশা, ৫ জনকে ৫টি ভ্যান গাড়ী, ৩০ জন মহিলাকে ৩০টি সেলাই মেশিন, ৩টি পরিবারের মাঝে ৩টি ঠেলাগাড়ী এবং ২ জন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও করোনা রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী।
স্থানীয়রা জানান, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। কারণ মানুষের স্থায়ী কর্মসংস্থান অনন্য উদ্যোগ। উপকারীরাও জানান, তারা এখন কাজ করে দুটো মুঠো ভাত খেতে পারবেন। স্বপ্ন দেখেন স্বাবলম্বী হবেন। পরে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা