শোক দিবসে এফডিসিতে মোশাররফ করিমের শুটিং, শিল্পী সমিতির ক্ষোভ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

শোক দিবসে এফডিসিতে মোশাররফ করিমের শুটিং, শিল্পী সমিতির ক্ষোভ

 আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে তারই হাতে গড়া এফডিসিতে শোক দিবস পালন করছেন চলচ্চিত্রের মানুষেরা।

তবে এ দিন এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিং করেছেন অভিনেতা মোশাররফ করিম। জানা গেছে, অনম বিশ্বাস পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন মোশাররফ করিম। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করে শুটিং স্থগিত রাখেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল এ ঘটনায় নিন্দা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘পুরো দেশ যখন জাতীয় শোক দিবস পালনে ব্যস্ত ঠিক তখন বঙ্গবন্ধুর গড়া এফডিসিতে শুটিংয়ে ব্যস্ত একজন শিল্পী। বিষয়টি জানতে পেরে আমার খারাপ লেগেছে। আমি মনে করি এটি খুব নিন্দনীয় একটি কাজ হয়েছে।

অন্যদিকে চলচ্চিত্র শিল্পীর সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে এসেও এমন চিত্র দেখতে হলো। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি। ১৫ আগস্ট কখনও শুটিং করেছি এমন মনে পড়ে না। আজকের দিনে শুটিং করা মোটেও ঠিক হয়নি।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা