জাতীয় শোক দিবসে জামালপুরে খাদ্য সহায়তা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

জাতীয় শোক দিবসে জামালপুরে খাদ্য সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এক হাজার হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে জামালপুর পৌরসভা। 

আজ দুপুরে জামালপুর পৌরসভার উদ্যোগে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: শ্যামল কুমার সাহা, সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস, হাসপাতালের সহকারি পরিচালক ডা: মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ব. ম. জাফর ইকবার জাফু প্রমুখ। 

শোক দিবসের আলোচনা শেষে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, তেল ও লবন খাদ্য সহায়তা হিসেবে তুলে দেন অতিথিরা। 

এর আগে সকাল ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা