শেরপুরে জাতীয় শোক দিবসে বিজিবির খাদ্য বিতরণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

শেরপুরে জাতীয় শোক দিবসে বিজিবির খাদ্য বিতরণ

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অ্যাডজুডেন্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস।
জানা যায়, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় সীমান্তের সবগুলো ক্যাম্পে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে শেরপুর সীমান্তের অন্যান্য ক্যাম্পেও বিজিবি হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ ও সাবান।

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে বিজিবি নকশী বিওপির কোম্পানি কমান্ডার মো. ওমর ফারুক, হাবিলদার মো. রফিক মিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা