রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

 রাজবাড়ীতে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি-সেরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের মানুষ।

সকাল ৮টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনে এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, মো. আকবর আলী মর্জি, গনেশ নায়রন চৌধুরী, মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ জেলায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। জাতীয় শোক দিবসে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল শহীদদের আত্মার মাগফেতার কামনায় দোয়া আয়োজন করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা