ফেনী জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

ফেনী জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

 ফেনী জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নিচ তলায় বঙ্গবন্ধু কর্নারটি উদ্বোধন করেন ফেনী জেলা ও দায়রা জজ  ড. বেগম জেবুননেছা।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আদালত আঙিনায় বৃক্ষরোপণ করা হয়। পরে জেলা বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও  দায়রা জজ ড. বেগম জেবুননেছার সভাপতিত্বে ও সহকারী জজ (সদর) মনিষা মহাজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, যুগ্ম জেলা জজ রোকন উদ্দিন কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ, পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়র্জংন দত্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা