ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত

 ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে জেলায় আরও ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন মারা গেছেন। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় করোনা পজেটিভ হয়ে মোট ভর্তি আছেন ৬৫জন।
আজ রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৩৮৮টি নমুনার ফলাফলের মধ্যে ৯৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৪ দশমিক ২২ ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৬৫ জনে।

এখন পর্যন্ত করোনার সাথে লড়াই করে ঝিনাইদহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৮২জন। নতুন করে একজনকে নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে। এর মধ্যে রয়েছে সদর উপজেলার ১৯১ জন, শৈলকূপার ১৮ জন, কালীগঞ্জের ১০ জন, কোটচাদপুরের ৭ জন, হরিনাকুন্ডের ৮ জন ও মহেশপুরের ৭ জন রয়েছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা