বিতর্কে ইংল্যান্ডের সমর্থকরা, রাহুলের দিকে ছোঁড়া হলো মদের বোতলের ছিপি (ভিডিও)


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

বিতর্কে ইংল্যান্ডের সমর্থকরা, রাহুলের দিকে ছোঁড়া হলো মদের বোতলের ছিপি (ভিডিও)

 আবারও বিতর্কে ইংল্যান্ডের সমর্থকরা। ভারতীয় সমর্থক এবং ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের পর এবার কেএল রাহুলের সঙ্গে দুর্ব্যবহার করা হল। টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের সময় লর্ডসে শতরানকারী এই ভারতীয় ব্যাটসম্যানের দিকে মদের বোতলের মুখে থাকা ছিপি বা কর্ক দিয়ে ঢিল ছুড়তে থাকে ইংলিশ সমর্থকদের একাংশ। ফলে রাহুলের আশে পাশে অনেকগুলো ছিপি জমা হয়।

ঠিক কী ঘটেছিল? লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৬৯তম ওভারে ঘটনাটি ঘটে। ওই সময় বোলিং করছিলেন মোহম্মদ শামি। থার্ড ম্যানে দাঁড়িয়েছিলেন লোকেশ রাহুল। হঠাৎই তার দিকে ধেয়ে আসতে থাকে একের পর এক মদের বোতলের কর্ক। যার জেরে কিছুক্ষণ বন্ধও থাকে খেলা।
এসময় রাহুল গিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অভিযোগও জানান। ইশারায় কোহলিও সেগুলিকে দর্শকদের দিকে ছুড়ে মারতে বলেন। এরপর ওই জায়গায় ক্যামেরা ধরলে দেখা যায়, মাঠের মধ্যে একাধিক কর্ক বা ছিপি পড়ে রয়েছে। তখন রাহুল দর্শকদের উদ্দেশ্যে একটি ঢিল ছুড়েন। রাহুলের সেই ঢিলে অবশ্য কোনো ক্ষতি হয়নি ইংলিশ সমর্থকদের। সেই কর্কটি ক্যাচ লুফে নেন এক দর্শক।

এদিকে, এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ইংরেজ সমর্থকদের এই কাজের তীব্র নিন্দা করেছেন। এর আগে, নটিংহাম সিরিজের প্রথম টেস্টেও একই ঘটনা ঘটেছিল। শুধু ক্রিকেটাররা নন, খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকদের উদ্দেশেও কটূক্তি করার অভিযোগ উঠেছিল ইংল্যান্ড সমর্থকদের বিরুদ্ধে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা