বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

 বরগুনা জেলা সদরসহ জেলার ৬টি উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ রবিবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও সরকারি-বেসরকারি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, চেম্বার অবকমার্স, পৌরসভা, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিলা পরিষদ, জাতীয় মহিলা  সংস্থা, প্রাণী সম্পদ বিভাগ, জেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ শতাধিক প্রতিষ্ঠান।
শ্রদ্ধা জানানো শেষে সকাল ৯টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক, সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদ্যসরা। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়। এছাড়াও বরগুনার বিভিন্ন উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা