করোনা: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ‘যুদ্ধ পরিস্থিতি’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

করোনা: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ‘যুদ্ধ পরিস্থিতি’

অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে করোনার সংক্রমণ বাড়ায় শনিবার থেকে লকডাউন শুরু হয়েছে। একইসঙ্গে লকডাউন ভাঙলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বিরিজিকিলিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতি এখন ‘যুদ্ধের পর্যায়ে।’

গত ২৪ ঘণ্টায় এই রাজ্যটিতে ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৯০। শনিবার চার জন মারা যাওয়ায় রাজ্যটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ এ পৌঁছেছে।

রাজ্যের প্রিমিয়ার গ্লাডিস বিরিজিকিলিয়ান বলেছেন, ‘আমাদের মানতে হবে যে, প্রথম দিন থেকেই নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বাজে পরিস্থিতি চলছে। এবং দুঃখজনকভাবে এর জন্য অস্ট্রেলিয়া সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে।’ 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা