ভারতে করোনা সংক্রমণের ৫৪ শতাংশই কেরালায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

ভারতে করোনা সংক্রমণের ৫৪ শতাংশই কেরালায়

 ভারতে করোনাভাইরাস সংক্রমণের ৫৪ শতাংশই কেরালা রাজ্যে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন। এর মধ্যে কেরালাতেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫১। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের হার ১.৮৮ শতাংশ। ভারতে এক দিনে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ আগস্ট পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৮২ হাজার ৫৭৬। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩১ হাজার ২২৫ জনের। মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫২ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯২৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ২৩ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা