উত্তাল আফগানিস্তান: মাজার-ই-শরিফ দখলে নিল তালেবান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

উত্তাল আফগানিস্তান: মাজার-ই-শরিফ দখলে নিল তালেবান

 গোটা আফগানিস্তান দখলে নিতে মরিয়া উগ্রগোষ্ঠী তালেবান। এবার দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ দখলে নিল তারা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলের সবগুলো বড় শহরে তালেবান যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি সফর করার কয়েক দিনের মধ্যেই শহরটি তালেবানরা দখলে নিলো। এর মধ্য দিয়ে আফগানিস্থানের রাজধানী কাবুলের আরও কাছাকাছে পৌঁছে গেলো তালেবান।
রবিবার (১৫ আগস্ট) বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার মাজার-ই-শরিফ ছাড়াও তালেবান যোদ্ধারা দেশটির পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীও দখলে নেয়।

এদিকে, তালেবান যোদ্ধারা কাবুলের আরও কাছে চলে আসার প্রেক্ষাপটে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা