কদমতলী থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

কদমতলী থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

 রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর থেকে অপহৃত আড়াই বছরের শিশু মো. ওমর ফারুকে ৯ দিন পর মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর থানার উত্তর শ্রী বাড়ি থেকে কদমতলী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনা আলীম, সজীব চন্দ্র দাস, শ্যামা মনি দাস, বাবুল সরকার ও মিনুকা রানীকে গ্রেফতার করা হয়েছে।
কদমতলী থানার অফিসার ওসি জামাল উদ্দিন মীর জানান, গত ৫ আগস্ট দুপুরে স্থানীয় মুক্তার হোসেন রোডের বাসিন্দা মেহেদী হাসানের আড়াই বছরের ছেলে ফারুককে অপহরণ করা হয়। শিশুটিকে না পেয়ে বাবা থানায় মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে ৯দিন পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঢাকা মহানগর পুলিমের শ্যামপুর জোনের এডিসি শাহ আলম জানান, ঘটনাস্থল ও আশপাশ থেকে  ৫৫টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপহরণকারীদের শনাক্ত করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা