বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-08-2021

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৬৬ জন রোগী।

অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি। তবে সেখানে ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। গতকাল শনিবার রাতের রিপোর্টে ৩৭.৭৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
শেবাচিমের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪৮ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে ২৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মারা যায়নি। তবে গতকাল সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ৩০.৮৪ ভাগ, বৃহস্পতিবার ২৮ ভাগ, বুধবার ৩৪.৭১ ভাগ, মঙ্গলবার ২৯.৪৫ ভাগ, সোমবার ৩৪.২৯ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা