দূতাবাস কর্মীদের সরাতে কাবুলে পৌঁছেছে মার্কিন সেনা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2021

দূতাবাস কর্মীদের সরাতে কাবুলে পৌঁছেছে মার্কিন সেনা

আফগান রাজধানীর মার্কিন দূতাবাস কর্মী এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আমেরিকান সৈন্যরা কাবুলে প্রবেশ করেছে। একজন মার্কিন কর্মকর্তা শনিবার (১৪ আগস্ট) একথা বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পদাতিক ব্রিগেড যুদ্ধ দলও উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে কুয়েতে চলে যাবে এবং প্রয়োজন হলে কাবুলের নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার বাহিনী হিসেবে কাজ করবে।

ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোও সেনা পাঠাচ্ছে কারণ আফগান সরকারী বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ছে এবং আশঙ্কা বাড়ছে কাবুলে তালেবান হামলার মাত্র কয়েক দিন বাকি আছে।

এছাড়া, আফগান সরকারের একজন কর্মকর্তা শুক্রবার নিশ্চিত করে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র কান্দাহার তালেবানদের নিয়ন্ত্রণে আছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা