৮ মাস পর ফের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2021

৮ মাস পর ফের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি

 আমদানির খবরেই দিনাজপুরে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। অন্যদিকে দীর্ঘ ৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

এদিকে, বাজারে পণ্যটির দাম স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচা মরিচ আমদানি করা হয়।
আমদানির খবরে এরই মধ্যে হাকিমপুরের হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। দিনাজপুরের খুচরা বাজারেও প্রকারভেদে ১১০ থেকে ১২০ টাকা।

কাঁচা মরিচ ব্যবসায়ী রতন কুমার জানান, গত সপ্তাহে মোকামে মরিচ আমদানি কম ও বৃষ্টি কম হওয়ায় মরিচ উৎপাদন কম হওয়ায় এবং বাজারে চাহিদা বেশি থাকায় বেশি দামে কিনতে হয়। পরে বেশি দামে বিক্রি করতে হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা কাঁচামরিচ আমদানির জন্য এলসি করেন। আমদানিকৃত কাঁচা মরিচ দেশে আসতে শুরু করায় খুচরা ও পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে আরো দাম কমবে বলেও জানান আমদানিকারকরা।

পণ্যটি পচনশীল হওয়ায় দ্রুত ছাড়করণে আমদানিকারক প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় পানামা কর্তৃপক্ষ। শনিবার ১২ হাজার ৮৮২ কেজি কাঁচা মরিচবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর শনিবার থেকে এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। উচ্চ পচনশীল হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আমদানি করা পণ্যটি দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা