এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি ২৭ লাখ টাকায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2021

এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি ২৭ লাখ টাকায়

বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে জেলেদের জালে ৮৭ মণ ইলিশ ধরা পড়েছে। আর সেই মাছ বিক্রি করা হয়েছে ২৭ লাখ টাকায়। শুক্রবার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) এফবি সাইফ দুই ট্রলারে ঐ মাছ নিয়ে আসা হলে মেসার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট তা ক্রয় করেন।

এফবি সাইফ দুই ট্রলারের মাঝি মো. জামাল হোসেন জানান, কয়েক দিন আগে তারা গভীর সাগরে মাছ শিকারে যান। সেখানে জাল ফেলতেই প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। ট্রলারে মাছ রাখার জায়গা শেষ হয়ে যাওয়ায় দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে বৃহস্পতিবার রাতে আসা হয়।পরে শুক্রবার সকাল থেকে মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। ঐ মাছ ক্রয় করে মেসার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট। এক ট্রলারে এত পরিমাণ মাছ ধরা পড়ায় খবরে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয় যুবকগণ জানান, তাদের এই বয়সে এত বড় ইলিশ এবং একই ট্রলারে এত পরিমাণ মাছ দেখেনি। এক একটি মাছের ওজন দেড় থেকে দুই কেজি হবে বলে জানান তারা।মেসার্স সাইফ ফিশিং কোম্পানির স্বত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা না পড়লেও একটি ট্রলারে এত মাছ নজিরবিহীন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা