বাংলাদেশেসহ আরও ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-08-2021

বাংলাদেশেসহ আরও ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রোধে ফিলিপাইন বাংলাদেশসহ আরও ৯ দেশের ওপর আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়ে গতকাল শুক্রবার খবর প্রকাশ করে ফিলিপাইন। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আনাদোলু এজেন্সির সূত্রে এ তথ্য জানা যায়। 

মূলত ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাতের উপর এই নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এছাড়াও গত ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।

দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামীকাল রবিবার প্রত্যাহার হওয়ার কথা ছিল। কিন্তু তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)