মাস্ক ব্যবহার তুলে নিলো ডেনমার্ক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

মাস্ক ব্যবহার তুলে নিলো ডেনমার্ক


করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মোট জনসংখ্যার অধিকাংশই ভাইরাসটির টিকা নেওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ শিথিল করেছে ডেনমার্ক। দেশটির নাগরিকদের গণপরিবহন ব্যবহারের সময় আর মাস্ক পরতে হবে না। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নরডিক দেশটি করোনার সর্বশেষ বাধ্যতামূলক বিধিনিষেধটি প্রত্যাহার করে নিলো।

যোগাযোগমন্ত্রী বেনি এঞ্জেলব্রেখট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি...যেখানে জনগোষ্ঠীর বৃহৎ অংশ টিকা পেয়েছে এবং আমরা আরও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি।’

তিনি বলেন, ‘আমরা বাস, ট্রেন ও মেট্রোতে মাস্ককে বিদায় বলতে পারব।’

উল্লেখ্য, গত বুধবার ৫৮ লাখ মানুষের দেশ ডেনমার্কে সামাজিক দূরত্ববিধি শিথিল করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে টিকার দুই ডোজ শেষ করেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা