মোংলায় আ’লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

মোংলায় আ’লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

বাগেরহাটের মোংলায় পাওনা টাকার শালিসিতে থানায় যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সন্ধ্যায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফয়সাল ইসলাম বলেন, আহতদের প্রায় সবারই মাথায় আঘাত। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হচ্ছেন বেল্লাল খাঁন (৪০), রিপন খাঁন (৩৫), আউয়াল খাঁন (৩০), ইমামুল খাঁন (২০), ইয়াসিন শেখ (২৭), সাউদ খাঁন (৩৫), লিয়াকত খাঁন (৬০), দেলোয়ার শেখ (৪০), টুকু মোড়ল (৩৫), নুর ইসলাম মল্লিক (৪৫), শামসু খা (৬৫), দেলোয়ার হোসেন (৪০), নুরুল আমিন (৩৮) ও মাসুদ গাজী (৩৫)।

জানা গেছে আহতদের সবার বাড়ী সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে। আহতদের এক গ্রুপ সুন্দরবন ইউনিয়নের আওয়ামী লীগ নেতা একরাম ইজারাদারের ও অপর গ্রুপ যুবলীগ নেতা আহাদুল মেম্বরের অনুসারী বলে জানা গেছে। একরাম ইজারাদার দাবি করেন, শালিসিতে যাওয়ার পথে আহাদুল মেম্বরের লোকজন দা ও রামদা দিয়ে কুপিয়ে তার লোকজনকে জখম করেছে। অপরদিকে আহাদুল মেম্বর বলেন, একরাম ইজারদারের লোকজনই তার লোকদের কুপিয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, শুনেছি থানায় একটা শালিসিতে আসার সময় গাড়ীতে উঠা নিয়ে পথে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা