তুরস্কে আকস্মিক বন্যা, ১৭ জনের প্রাণহানি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

তুরস্কে আকস্মিক বন্যা, ১৭ জনের প্রাণহানি

দাবানলের পর এবার প্রবল বন্যা দেখা দিয়েছে তুরস্কের উত্তরাঞ্চলে। কৃষ্ণসাগরীয় অঞ্চলে আঘাত হানা বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ আগস্ট) তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরও জানায়, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বন্যাকবলিত এলাকায়। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। এখনো ৩৩০টির মতো গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাঁচটি সেতু ভেঙে গেছে বন্যার পানির তোড়ে, তলিয়ে গেছে বহু সড়ক।

এর আগে কয়েক সপ্তাহব্যাপী তীব্র দাবানলে পুড়ে গেছে দেশটির লাখ লাখ একর বনভূমি। ওই দুর্যোগে আট জন প্রাণ হারায়।

এদিকে বন্যায় মৃত ব্যক্তিদের জন্য শোক জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেন, 'আল্লাহ আমাদের ১৭ নাগরিকের ওপর রহমত নাজিল করুন, যারা কাসতামোনু, সিনোপ ও বারতিনে বন্যায় প্রাণ হারিয়েছেন।' সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা