রাজশাহী-নাটোরে কমলেও চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সংক্রমণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

রাজশাহী-নাটোরে কমলেও চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সংক্রমণ

রাজশাহী ও নাটোরে সামান্য কমলেও চাঁপাইনবাবগঞ্জে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে উল্লেখিত তিন জেলার ৫৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ১১৯ জনের করোনা পজিটিভ নিশ্চিত হওয়া যায়।

ল্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে রাজশাহী জেলার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৮ শতাংশ কম। এদিন রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৫ শতাংশ। অথচ আগের দিন বুধবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ।অন্যদিকে বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। উল্লিখিত নমুনায় ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৫ শতাংশ বেশি। এদিন চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৬ শতাংশ। অথচ আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ২০ দশমিক ২১ শতাংশ।এদিকে বৃহস্পতিবার রামেক ল্যাবে নাটোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিন নাটোরে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। আগের দিন বুধবার নাটোর জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৬ শতাংশ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা