দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও তালেবানের দখলে, ক্রমশ এগোচ্ছে কাবুলের দিকে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও তালেবানের দখলে, ক্রমশ এগোচ্ছে কাবুলের দিকে

গজনী ও হেরাতের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দহারও দখলে নিল তালেবান। তালেবানদের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘কান্দাহার পুরোপুরি দখলে এসেছে। বিদ্রোহীরা শহরের শহিদ স্কোয়ারে পৌঁছে গেছেন।” খবর আল-জাজিরা ও এএফপি’র।

সেখানকার স্থানীয়রাও আফগান সেনাবাহিনীর পিছু হঠার কথা জানিয়েছেন। কান্দাহরের দক্ষিণে অবস্থিত লস্কর ঘা শহরেরও দখল নিয়েছে তালেবানরা। তাদের এই দখলের কথা এএফপি-কে জানিয়েছেন আফগান সেনাবাহিনীর এক কর্মকর্তা।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালেবান। গজনি এবং কান্দাহারের মতো আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরের দখল নেওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। যদিও দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলেই রয়েছে। কিন্তু এই দু’টি শহর দখলের পর কাবুলের সঙ্গে শহরগুলোর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালেবান।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে কাবুল থেকে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে আমেরিকা এবং ব্রিটেন। কাবুলে থাকা নাগরিকদের সরানোর জন্য তিন হাজার সেনাও পাঠাচ্ছে আমেরিকা এবং ৬০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন। যদিও এই সেনা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নামবে না।

সম্প্রতি আমেরিকার গোয়েন্দা দফতরের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, আগামী এক মাসের মধ্যেই আফগানিস্তানের দখল পুরোপুরি তালিবানের হাতে যেতে পারে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা