‘তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গজনির গভর্নর দাউদের’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

‘তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গজনির গভর্নর দাউদের’

 আফগানিস্তানের গজনি শহরের গভর্নর মোহাম্মাদ দাউদ লাগমান তালেবানের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা গজনির গভর্নর ও পুলিশ প্রধানকে নিরাপদে শহর ত্যাগ করে কাবুলে যাওয়ার অনুমতি দিয়েছেন।  কাবুল থেকে পাওয়া খবরে জানা গেছে, গজনির গভর্নর দাউদ লাগমানকে আটক করেছে আফগান পুলিশ।
তালেবানের হাতে গজনি শহরের পতনের পর গজনির প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমাদ ফাকিরি অভিযোগ করেছেন, বহু আগে থেকেই গভর্নর দাউদ লাগমানের আচরণ নিয়ে তিনি সন্দেহ পোষণ করে আসছিলেন। কিন্তু তার এ সন্দেহ অন্য কর্মকর্তারা এই বলে নাকচ করে দিতেন যে, গভর্নরের সঙ্গে ব্যক্তিগত আক্রোশের কারণে তিনি তাকে সন্দেহ করছেন। ফাকিরি বলেন, শেষ পর্যন্ত তার সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে এবং দাউদ আপোসে গজনির নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দিয়েছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা