প্রতারক চক্রের তিন সদস্য আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-08-2021

প্রতারক চক্রের তিন সদস্য আটক

 রাজশাহী জেলার বাঘা উপজেলার মোহদীপুর গ্রাম থেকে “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ -সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অপারেশন দল রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে চার লাখ বিরাশি হাজার টাকাসহ আটক করে।
আটককৃতরা হলেন, মোহদীপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন (২৪), মোঃ শান্ত হক (২৩) এবং সুরমান আলী (৪০ ।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা