নওগাঁয় কোভিড-১৯ প্রণোদনার ১৫ লাখ টাকা ঋণ বিতরণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

নওগাঁয় কোভিড-১৯ প্রণোদনার ১৫ লাখ টাকা ঋণ বিতরণ

  নওগাঁর সাপাহারে পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনার এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা তহবিলের ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় এসএমই ঋণ দিয়ে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে এই ঋণ বিতরণ করা হয়েছে।
 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা