পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি কারাগারে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি কারাগারে

গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে এদিন আসামি জিমিকে আদালতে হাজির করে ফের ৫ দিন দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

এসময় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, একটি মাদক মামলায় এভাবে বারবার রিমান্ডের আবেদন করা কতটা যুক্তিসংগত সে বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে সুবিবেচনা আশা করছি।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে থেকে জামিনের বিরোধিতা করেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই আলমগীর। তিনি আদালতে বলেন, আসামির বিভিন্ন জায়গার বিভিন্ন আপত্তিকর লোক ও মাদকের উৎস সম্পর্কে জানার জন্য তার রিমান্ড অতি আবশ্যকতা রয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জিমির রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন আদালতে পাঠানো হয়। ওইদিনই তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা