তারে ভেজা লুঙ্গি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

তারে ভেজা লুঙ্গি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে ভেজা লুঙ্গি বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো. সোহাগ (৩০) উপজেলার পদুয়া গ্রামের বাচ্চু ফোরমানের বাড়ির বাচ্চু ফোরমানের ছেলে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া। তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় পদুয়া গ্রামের বাচ্চু ফোরমানের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে বাচ্চু ফোরমানের ঘরে কেউ ছিল না। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা ঘরে এসে তার মোড়ানো অবস্থায় সোহাগের মরদেহ পড়ে থাকতে দাখে। মরদেহের পাশে একটি ভেজা লুঙ্গি পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানায়, বিকালে বাড়ি ফিরে সে গিয়ে গোসল করে। গোসল শেষে ভেজা লুঙ্গি ঘরে থাকা বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যায় বলে অনুমান করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)