ভালুকায় সরকারী ধোপাজান খালটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ।


স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম , আপডেট করা হয়েছে : 11-08-2021

ভালুকায় সরকারী ধোপাজান খালটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ।
ময়মনসিংহের ভালুকায় ধোপাজান নামে একটি সরকারী খাল জবর দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে আর্টি ডাইং মিলের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার কাঠালী গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিমার্ণ কাজ বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাজান খালটি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর হয়ে কাঠালী গ্রাম দিয়ে ভালুকা খীরু নদীতে প্রবাহিত হয়েছে। সোমবার (গত ০৯আগস্ট) সকাল থেকে ভ্যাকো দিয়ে মাটি কেটে আরসিসি ডালাই করে সরকারী ধোপাজান খালটি আর্টি ডাইং মিলের জবরদখলে নিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নিমার্ণ কাজ শুরু করেন। গভীরভাবে মাটি খননের কারণে খালের পাশে অবস্থিত শিরিনা আক্তারের বসতঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। শিরিনা আক্তারের বৃদ্ধ বাবা আব্দুল মান্নান পাঠান জানান, এই ধোপাজান খাল ও আমাদের জমিজমা নিয়ে আর্টি ডাইং মিলের সাথে দীর্ঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা চলে আসছে। গত মাসে এই খাল ও জমিজমা নিয়ে মারামারি হলে মিল মালিকের ছেলে একটি মামলা করেন। ওই মামলায় আমার মেয়ে শিরিনা, মেয়ের জামাতা ও ছেলেরা জেল হাজতে রয়েছেন। এ সুযোগে মিলের লোকজন আমাদের জমিসহ সরকারী খালটি বন্ধ করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করছেন। গত ১৪ জুলাই ফ্যাক্টোরির লোকজন আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। আর্টি কম্পোজিট মিলের এ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান, আমরা সরকারী কোন খাল জবরদখল করিনি। খাল দখলের কোন প্রশ্নই আসে না। সরকারী সার্ভিয়ার দিয়ে পরিমাপ করে সীমানা নির্ধারনের পর নির্মাণ কাজ করছি। সরকারী খালটি রয়েছে ২৬৭ দাগে আর নির্মাণ কাজ করছি ২৬৮ দাগে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুল ইসলাম জানান, পা কাটার ঘটনায় মামলা হয়েছে। ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী ৩জন আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন জানান, যেহেতু সরকারী খালের সীমানা নির্ধারণ নিয়ে মামলা মোকদ্দমা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ স্ব স্ব অবস্থানে থাকবেন। কেউ কোনো কাজ করতে পারবেন না। আপাদত মিলকর্তৃক খাল খননের কাজটি বন্ধ করা হয়েছে। প্রসঙ্গ: গত ১৪ জুলাই পানি নিষ্কাসনের জন্য খালের মাঝে কালর্ভাট স্থাপন করে মাটি ভরাট করার সময় মিল কর্তৃপক্ষকে আব্দুল মান্নান পাঠানের ছেলে জসিম পাঠান তাতে বাঁধা দেয় এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে মিল মালিক আব্দুর রাজ্জাকের দুটি পা কুপিয়ে বিচ্ছিন্নের ঘটনা ঘটে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা