নাটোরে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজোট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

নাটোরে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজোট

টোরের বনপাড়া হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা মহাসড়কে যানজট চরমে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। আটকে আছে শত শত পরিবহন।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে মুলাডুলি রেলগেট এলাকায় রেললাইন সংস্কার কাজ করার জন্য নাটোর-পাবনা মহাসড়ক বন্ধ ছিল। সকালে সংস্কার কাজ শেষ হয়। কিন্তু আজ বুধবার সকাল থেকেই গণপরিবহন খুলে দেওয়ায় পরিবহনের চাপ বৃদ্ধি পায় মহাসড়কে। এতে আটকা পড়ে শত শত পরিবহন এবং সৃষ্টি হয় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের।

এদিকে, পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত যানজট নিরসন করতে পারবে বলে জানা গেছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা